শেরপুরে ঝরে পড়া রোধ, শিক্ষার মান উন্নয়ন, পাঠদান সহজকরণ ও স্কুলকে আকর্ষন করতে অনুষ্ঠিত হলো শিক্ষা উপকরণ মেলা।মঙ্গলবার(১৪ মার্চ) সকালে শেরপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবাইদুল্লাহ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেনসহ জেলার ৫ উপজেলার শিক্ষা অফিসের স্টলে জেলার শত শত শিক্ষাথী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষা উপকরণ ছাড়াও প্রাথমিক স্বাস্থ্য বার্তা, দেশের সার্বিক উন্নয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়।
এদিকে মেলা চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।