সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৪২১ বারে ২৫ লাখ ৯৭ হাজার ২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৩৩৮ বারে ৪ লাখ ২০ হাজার ৭৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৭১৩ বারে ৩ লাখ ৩৫ হাজার ৪১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১.৭৬, এডিএন টেলিকমের ১.৫৪, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১.১৭, রংপুর ডেইরির ০.৯৮, প্রাইম ব্যাংকের ০.৭৪, ওয়াইম্যাক্সের ০.৫৭ এবং নাভানা সিএনজির ০.৪৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস