সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৪৪ বারে ৮ লাখ ৬৮ হাজার ৪১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০১ বারে ৭৩ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৭ বারে ৬ লাখ ৫৮ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মুন্নু এগ্রোর ৭.৪৬, সেনা কল্যান ইন্স্যুরেন্সের ৭.২৭, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯১, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৬.১৬, সি পার্ল হোটেলের ৫.৪৪, জিলবাংলা সুগার মিলসের ৫.৪৩ এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ৫.২৯ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস