Top
সর্বশেষ

নিরাপদ ক্যাম্পাসের দাবি সহ ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন

১৫ মার্চ, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
নিরাপদ ক্যাম্পাসের দাবি সহ ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেয়ে শিক্ষার্থীদের হলে একের পর এক চুরি ও উক্তক্তের ঘটনায় উদ্যেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবীসহ ৪ দফা দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন প্রায় অর্ধশত নারী শিক্ষার্থী।তাদের অন্য দাবীগুলো হলো- বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা, যৌন নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও দমন-পীড়নমূলক আচরণ বন্ধ করা এবং পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।

মানববন্ধনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন বলেন,

” বিগত এক বছর যাবত বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি দেখছি। গত শনিবার এক ব্যক্তি সুফিয়া কামাল হল, খালেদা জিয়া হল এবং শেখ হাসিনা হলে গভীর রাতে মেয়েদের রাতভর যৌন নিপীড়নমূলক কথা বলে। মেয়েদের হেনস্তা করলো। এই ঘটনায় এখনো দোষীকে চিহ্নিত করা কিংবা কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে প্রশাসনকে দেখা যায় নি ।যখন হল প্রশাসনের কাছে যাই কমিটির তখন তারা তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি মূলত আমাদের বক্তব্যকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ”

 

তিনি আরও বলেন, “যে ক্যাম্পাসে আমরা সবচেয়ে নিরাপদ বোধ করতাম সেই ক্যাম্পাসে এখন চলতে ফিরতে বহিরাগতদের মাধ্যমে ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে। কিন্তু প্রশাসনের কাছে আমরা যখন অভিযোগ দিতে যাই তখন উল্টো আমাদেরই প্রশ্ন করা হয় কেন আমরা রাত দশটার পর বাইরে থাকি? আমার ছেলে বন্ধুকে যেখানে এধরনের প্রশ্ন করা হয় না সেখানে আমাদের কেন এভাবে পাল্টাপ্রশ্ন করে মূল ঘটনাকে আড়াল করা হয়?”

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরা বলেন, “সেদিনের ঘটনায় আমরা ইতোমধ্যে ব্যবস্থা গ্রহন শুরু করেছি। দায়িত্বে থাকা গার্ডদের কারন দর্শানোর নোটিশ প্রদান, গার্ডের সংখ্যা তিন থেকে চারে উন্নীত করা, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন প্রাচীর উচু করা, ৩০ মিনিট পরপর বাশি দেওয়াসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।”

উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম জানান, “আমি প্রাধ্যক্ষ কমিটিকে নির্দেশ দিয়েছি যেনো দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। ইতোমধ্যে তারা বেশ কিছু ব্যবস্থা গ্রহন করেছে। আশা করি হল সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন দ্রুততম সময়ে।”

শেয়ার