Top
সর্বশেষ

ইমাদ পরিবহনের দূর্ঘটনার দ্বিতীয় দফায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত

১৯ মার্চ, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
ইমাদ পরিবহনের দূর্ঘটনার দ্বিতীয় দফায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের ২০১৫-১৬ সেশনের সাবেক শিক্ষার্থী আফসানা মিমি(২৬)।

বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। খুলনা থেকে ঢাকাগামী বাসে মিমি নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পদ্মা সেতু এক্সপ্রেস ওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পরে যাওয়ায় তৎক্ষণাৎ নিহত হয় মিমি।

নিহত বশেমুরবিপ্রবি’র সাবেক শিক্ষার্থী আফসানা মিমির পৈতৃক নিবাস গোপালগঞ্জ এর হীরাবাড়ি এলাকায়।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়।

বর্তমানে ঢাকা মেডিকেলে নেয়ার পরে নিহত হয়ছে আরো দুইজন। নিহতের সংখ্যা বেড়ে দাড়িযেছে ১৯ জনে।

ইমাদ পরিবহনে দূর্ঘটনার শিকার হয়ে এপর্যন্ত মারা গেছেন বশেমুরবিপ্রবি পরিবারে দুই সদস্য। এর আগে ১৪ অক্টোবর ২০২১ তারিখে ইমাদ পরিবহনের ধাক্কায় ইজিবাইকে থাকা বশেমুরবিপ্রবি ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মসিউর রহমান নিহত হন।

শেয়ার