জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ।
রবিবার (১৯ মার্চ) রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে সুপ্রীমকোর্ট অব বাংলাদেশের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৬৩৯৬/২০২১ এ মাননীয় বিচারপতি কে. এম. কামরুল কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী-এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চের ১৬-০৩-২০২৩ তারিখে প্রদত্ত রায়ের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩ এর প্রথম সংবিধির ৯ (১) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদকে ৩৬ (ছত্রিশ) মাসের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি নিয়োগ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,এই আদেশ অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। এ সময় তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধাদি ভোগ করবেন।