সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৬৪ বারে ৪ লাখ ৩৭ হাজার ৬৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বেঙ্গল উইন্ডশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮২৫ বারে ২৫ লাখ ৫৬ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৪৫২ বারে ২ লখ ৩৯ হাজার ৬৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ওয়াইম্যাক্সের ৪.৫১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩.৬২ শতাংশ, সি পার্ল হোটেলের ২.৮১ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৩২ শতাংশ, বিকন ফার্মার ২.২৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের২.১৪ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২.০৭ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস