Top

সপ্তাহজুড়ে লেনদেন কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে

২৫ মার্চ, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
সপ্তাহজুড়ে লেনদেন কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে  ৪৮৩ কোটি ৭৪ লাখ টাকা বাজার মূলধন কমেছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি ৯৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন  ৪৮৩ কোটি ৭৪ লাখ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৭৬২ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭৭৮ কোটি ৭ লাখ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক .৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৩ পয়েন্টে এবং ২ হাজার ২১৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ২৮২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৮টির , কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৪ কোটি ১৪ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৫৭ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৭ কোটি ১ লাখ টাকা টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই .১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টির দর বেড়েছে, ৪৫টির দর কমেছে এবং ১৮৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার