ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সকলেই শোকজ নোটিশের জবাব দিয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রী নির্যাতনে অভিযুক্ত পাঁচজনকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছিলো। সকলেই জবাব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বহিষ্কার করে কারণ দর্শানোর জন্য প্রদত্ত নোটিশকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়েছে হাইকোর্ট। একই সাথে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিকভাবে ভৎসনা করেছেন আদালত। এছাড়া, ওই নোটিশকে অকার্যকর করে সাপ্লিমেন্টারি নোটিশ প্রদান করতে বলা হয়েছে। ছাত্রী নির্যাতনের বিষয়ে রিটকারী আইনজীবী গাজী মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ এপ্রিল হাইকোর্টে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের ব্রেঞ্চে বিষয়টি উত্থাপন করা হয়। আমি বলেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ প্রসিডিউর মেইনটেইন করছে যেনো অভিযুক্তরা আইনের ফাঁক দিয়ে বেঁচে যায়। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করি। পরে আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনজীবী ক্ষমা প্রার্থনা করলে আদালত সেই নোটিশটি অকার্যকর করে সাপ্লিমেন্টারি নোটিশ ইস্যু করতে বলেন। একই সাথে বলা হয়, এতে যেনো আইনের কোনো ব্যত্যয় না হয়। অন্যথায় তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
তিনি আরো জানান, অভিযুক্ত অন্তরা ও মুয়াবিয়ার পক্ষ থেকে পরীক্ষা প্রদানের যে আবেদন করা হয়েছিল, ওই আবেদন দুটি নথিভুক্ত করেছে আদালত। এছাড়া, বহিষ্কার আদেশ স্থগিতের যে আবেদন করা হয়েছিল তা নাকচ করা হয়েছে। অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর জন্য প্রদত্ত নোটিশে তাদের অপরাধের বর্ণনা করা হয়নি। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নীতিমালার কোন বিধি অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে সেটিও উল্লেখ করা হয়নি। শুধুমাত্র হাইকোর্টের রিট পিটিশন নম্বর উল্লেখ করা হয় ওই নোটিশে তবে ভৎসনার বিষয়টি অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম রাফেল গণমাধ্যমকে বলেন, নোটিশে ত্রুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথমেই আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করি। আর ত্রুটি থাকার কারণে ওই নোটিশের সাপ্লিমেন্টারি নোটিশ প্রদান করতে বলেছে আদালত।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, হাইকোর্ট থেকে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি। হাইকোর্টের নির্দেশনা এলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। নোটিশে ভুলের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এর আগে গত ৪ মার্চ ছাত্রী নির্যাতনে অভিযুক্ত ৫ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের বিষয়ে কেনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না সে বিষয়ে ১৫ মার্চের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। তবে, অভিযুক্ত তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান শোকজের জবাব দিলেও ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার উর্মী ও ইসরাত জাহান মীম নির্দিষ্ট সময়ে জবাব দেননি। তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৯ মার্চ শোকজের জবাব দেয়ার সময় বৃদ্ধি করে কর্তৃপক্ষ। ৫ এপ্রিল ছিলো তাদের জবাব দানের শেষ দিন। শেষ দিনের মধ্যে সবাই শোকজের জবাব দিয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।
উল্লেখ্য , গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে নবীন ছাত্রী ফুলপরীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ তার সহযোগীরা। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও শাখা ছাত্রলীগ। এছাড়া, হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়ায় ১লা মার্চ ওই পাঁচ ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বহিষ্কার ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার নির্দেশনা দেন হাইকোর্ট। পরে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও, তাদের দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ