Top

ডিএসই’তে সাবেক চেয়ারম্যান ও পরিচালকের স্মরণে দোয়া মাহফিল

০৬ এপ্রিল, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
ডিএসই’তে সাবেক চেয়ারম্যান ও পরিচালকের স্মরণে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান নূর-ই আলম সিদ্দিকী এবং ডিএসই’র সাবেক ভাইস চেয়ারমান ও পরিচালক খাজা গোলাম রসূলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

আজ (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে এই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় মরহুমদ্বয়ের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবাবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ডিএসই-এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেন, নূর-এ আলম সিদ্দিকী নামে এই বিশাল পরিচিতি মানুষটিকে যদি ছোট্ট একটি গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, তাহলে তার প্রতি আমাদের অবিচার করা হবে। আজকে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে গর্বের সাথে আমাদের বাংলা ভাষা ও বাঙালিত্ব নিয়ে গর্ব করছি, এই পিছনে যাদের ভূমিকা রয়েছে নূর-এ আলম ভাই তাদের মধ্যে অন্যতম।

জাতির জনকের কথিত চার খলিফা বলে খ্যাত তাদের মধ্যে নূর-এ আলম ভাই একজন। যার সুন্দর দিক নির্দেশনা, সাহসী ভূমিকা এবং সৎ সাহসের মাধ্যমে একটি দেশ ও জাতি গঠনের যে ভূমিকা বাংলাদেশকে দেখিয়েছেন, তা বাঙালি জাতি কখনোই ভুলতে পারবেন না। নূর-এ-আলম সিদ্দিকী ও খাজা গোলাম রসূল দুইজন পুঁজিবাজারের দিকপাল ছিলেন। তারা এই মার্কেট নিয়ে সব সময় চিন্তা করতেন। তাদের সততা, কর্মনিষ্ঠা, ভালবাসা এবং গুনাবলীগুলি আমাদের ধারণ করতে হবে। দেশ জাতির স্বার্থে ডিএসইকে নেতৃত্ব দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের কাজ করতে হবে। তাহলেই নূর-এ-আলম ভাই ও খাজা গোলাম রসূলের আত্মার শান্তি পাবে।

তার আগে স্মরণসভা ও দোয়া মাহফিল এর স্বাগত বক্তব্য প্রধান করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, ডিএসই’র দুইজন গুণী ব্যক্তিত্ব কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পুঁজিবাজারে তাদের অবদানের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদেরকে মনে রাখবে।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও এই স্মরণসভা ও দোয়া মাহফিলে উপিস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা খুব অল্প সময়ের ব্যবধানে পুঁজিবাজারের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছি। তারা পুঁজিবাজারের জন্য দ্বার উন্মোচন করেছিলেন। তারা পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন কাজ করেছেন, এর মধ্যে বিদেশি বিনিয়োগ বাড়ানো কাজটি ছিল অন্যতম। তারা পুঁজিবাজারে একটি ট্রেন্ড তৈরী করে গিয়েছেন, আমাদের কাজ হচ্ছে সেই ট্রেন্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, পুঁজিবাজার উন্নয়নে সকল পক্ষকে একসাথে কাজ করতে হবে। মৃত্যুর পরে যদি আমাদের কাজগুলি স্মরণীয় হয়ে থাকে, তাহলেই আমাদের স্বার্থকতা।

বুলবুল সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এ. এস শাহেদুল হক বুলবুল বলেন, আমাদের দুইজন সহযোদ্ধাকে আমরা হারিয়ে ফেলেছি। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধে নূর-এ-আলম সিদ্দিকীর যে অবদান তা জাতি সারা জীবন মনে রাখবে। স্বাধীনতা পরবর্তী সময়েও তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৮০ দশকে ডিএসই’র সদস্যপদ লাভ করার পর পুঁজিবাজার উন্নয়নে খাজা গোলাম রসূলের যে অবদান রয়েছে তা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, একটি দেশে পুঁজিবাজারের উন্নয়ন না হলে কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই সকলে মিলে পুঁজিবাজারের উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যাক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।

গ্রীনল্যান্ড ইক্যুইটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম. রাজিব আহসান বলেন, আজকে যাদের নিয়ে স্মরণসভা তারা দুইজনই আমার খুবই ঘনিষ্ট। নূর-এ-আলম সিদ্দিকী আমার পিতৃসমতু্ল্য। আমি তার ছোট ছেলের সাথে এক সাথে পড়াশোনা করেছি। আমি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মরহুম নূর-এ-আলম সাহেবের ভূমিকা দেখতে পাইনি কিন্তু তাহার ব্যবসায়ের ক্ষেত্রে বিচক্ষনতা পর্যবেক্ষণ করেছি। অপর দিকে আমি ৮ বছর আগে যখন ডিএসই’র সদস্যপদ লাভ করি তখন খাজা গোলাম রসূল ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনিই আমাকে প্রথমে পরিচালনা পর্ষদের সাথে পরিচয় করিয়ে দেন। আমি তার এই সহযোগিতার কথা কখনো ভুলবো না।

এই স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজনের জন্য খাজা গোলাম রসূলের কন্যা সামিয়া কায়সার ডিএসইকে ধন্যবাদ জানান। একই সাথে তার বাবার কোন ভুলক্রুটি থেকে থাকলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানান এবং সকলের কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, রুবাবা দৌলা এবং শরীফ আনোয়ার হোসেন।

সবশেষে স্মরণসভা ও দোয়া মাহফিলে নূর-এ-আলম সিদ্দিকী ও খাজা গোলাম রসূল-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার