Top

বিশ্বে করোনায় মৃত্যু ৬৮ লাখ ছাড়িয়েছে

০৮ এপ্রিল, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
বিশ্বে করোনায় মৃত্যু ৬৮ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বে করোনায় মোট মৃত্যু ৬৮ লাখ ছাড়িয়েছে। আজ শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে করোনার বিশ্ব পরিসংখ্যান তুলে করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার জানায়, বিশ্বে আজ পর্যন্ত মোট করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ৬৮ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৯৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৭ হাজার ৫০৬ জনের। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৯৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় সব থেকে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে ৯ হাজার ৯৪৩ জন শনাক্ত হয়। একই সময়ে মারা গেছে চারজন। এছাড়া করোনায় সুস্থ হওয়াদের মধ্যে দ. কোরিয়া প্রথম স্থানে রয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২ হাজার ৭ জন। নতুন করে করোনা শনাক্তের হারে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৭ জন। তবে, নতুন করে কেউ মারা যায়নি।

২০১৯ সালে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল। আর বাংলাদেশে পরের বছর ২০২০ সালের ৮ মার্চ প্রথম এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিপি/এএস

শেয়ার