Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সী ফুড

০৮ এপ্রিল, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সী ফুড
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৫ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৮ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাপেক্স ফুডের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৬২ লাখ ৪  হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি অটোকার্সের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ০৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৮৩ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–আমরা নেটওয়ার্কের ১৫.৮৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১৫.৬৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ১৪.৪৫ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়ারের ১৪.২১ শতাংশ, সোনালী আঁশের ১৩.০৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ারের ১৩.৫০ শতাংশ এবং বিডি ল্যাম্পের ১২.০৭ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার