বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী। অনেকে বসেছেন পথে। তাই তাদের সাহায্য করতে এগিয়ে আসছেন অনেকেই। শোবিজ তারকারাও এক্ষেত্রে পিছিয়ে নেই। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে শোকবার্তা ও প্রার্থনা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আগুন লাগার আগের দিন ১৫ হাজার টাকা পর্যন্ত দাম ছিল, মাঝ বরাবর পুড়ে যাওয়ায় এখন সে শাড়ির দাম শূন্য টাকা। ব্যবসায়ীটি কাঁদতে কাঁদতে ফেলে দিচ্ছিল এমন শাড়িগুলো বিদ্যানন্দের কর্মীরা সংগ্রহ করে এনেছে বিক্রির জন্য। অভিনেত্রী তানজিন তিশা সেখান থেকে একটি শাড়ি চড়া মূল্যে সংগ্রহে রাখলেন নিজের কাছে।
এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘শাড়িটির পেছনে শ্রম দেওয়া মানুষগুলোর দোষ কি? দরিদ্র কর্মচারীদের কেন ঈদ আনন্দ হবে না? আমার এই টাকায় পাঁচজন মানুষেরও ঈদ হলে, আমি তাতেই খুশী।’
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০০ দোকান পুড়ে যায়।