পূজা চেরী। অভিনেত্রী। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘জ্বীন’। এই সিনেমার মাধ্যমে প্রথমবার কোনো ভৌতিক গল্পে অভিনয় করেছেন তিনি। নাদের চৌধুরী পরিচালিত এ সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–
‘জ্বীন’ নিয়ে সাড়া কেমন পাচ্ছেন?
অসাধারণ। সবাই জানেন, ঈদে অনেক ছবি মুক্তি পেয়েছে। ‘জ্বীন’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হয়নি। কেবল সিনেপ্লেক্সেই মুক্তি পেয়েছে। কম হলে মুক্তি পেয়েও ঈদে দর্শকের চাহিদার কেন্দ্রে চলে এসেছে ‘জ্বীন’। সিনেপ্লেক্সে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ দেখে তো আমি অবাক! সত্যিই মুগ্ধ, দর্শকের প্রতি কৃতজ্ঞ।
সিনেমাটি দেখতে হলে গিয়েছিলেন?
হ্যাঁ, ঈদে আমার ছবি মুক্তি পেয়েছে; আর দর্শকের সঙ্গে ছবিটি উপভোগ করব না, তা হয় না। ঈদের দিন থেকে সিনেপ্লেক্সগুলোতে ঘুরছি। ছবিতে যাঁরা অভিনয় করেছি, সবাই মিলে দর্শকের সঙ্গে ছবিটি দেখছি। হলে হলে ঘুরে দর্শক প্রতিক্রিয়া নিজের চোখে লক্ষ্য করছি।
জ্বীনের প্রতি দর্শকের আগ্রহের কারণ কী…
এটি হরর মুভি। শুটিংয়ের সময়ে মেকআপ ও ডাবিংয়ে সংলাপ দিয়ে সেই আবহ তৈরি করা হয়েছে। তবে ভিএফএক্স ব্যবহারের কারণে দর্শক পেয়েছে হরর ছবির আসল স্বাদ। আর জিন-ভূত নিয়ে আমাদের নানা কল্পকাহিনি রয়েছে। আমরা ছোট থেকেই এসব গল্প শুনে শুনে বড় হয়েছি। তাই বড় পর্দায় এ নিয়ে আমাদের আগ্রহের জায়গা আছে। আমাদের দেশের দর্শক তো হলিউডের হরর মুভি দেখে থাকেন। এ ক্ষেত্রে প্রথমবার দেশে এমন হরর মুভি হওয়ায় তাঁদের আগ্রহ বেড়েছে বলে আমি মনে করি। আর আমি মনে করি হরর সিনেমার স্বাদই আলাদা। গল্পই এর প্রাণশক্তি। গল্প ভালো হলে দর্শকের ছবি দেখার আগ্রহ বাড়ে।
ছবিটিতে আপনার চরিত্র কেমন?
সাধারণ একজন মেয়ের। কিন্তু একসময় তার ওপর জিন ভর করে। সে সময় চরিত্রটিতে চেহারায় কিছুটা ভৌতিকতা থাকবে। ইতোমধ্যে যাঁরা দেখেছেন তাঁরা চরিত্রটি উপভোগ করেছেন।
প্রথম এ ধরনের চরিত্র অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
ভয়াবহ অভিজ্ঞতা। ছবির পুরো শুটিংয়ে কষ্টটা আমার ওপর দিয়ে গেছে। আমার ওপর যখন জিন ভর করে, তখন প্রাচীরের ওপর দিয়ে খালি পায়ে হেঁটেছি। মানিকগঞ্জে এক পুরোনো জমিদারবাড়ির শত বছর আগের কুয়ায় নামতে হয়েছে। ময়লা পানিযুক্ত গভীর কুয়ায় নেমে অসুস্থ হয়ে পড়েছিলাম।
প্রায় প্রতি ঈদেই আপনার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। বিষয়টি আপনাকে কতটা আনন্দ দেয়?
অবশ্যই দারুণ আনন্দ দেয়। বলতে পারেন ঈদের ডাবল আনন্দ পাই [হাসি]।
ঈদে ছবি মুক্তি পাওয়ায় বেড়ানোর আনন্দ তো হাতছাড়া হয়ে যায়…
না, বরং আরও বেড়ে যায়। হলে হলে বেড়াই। দর্শকের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করি। বন্ধুবান্ধব নিয়েও কিন্তু বেড়াতে যাই।
দর্শকের উদ্দেশে কিছু বলার আছে?
এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। দর্শকেরও রুচির পরিবর্তন করতে হবে। শুধু অ্যাকশন মার মার-কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকের দেখা উচিত বলে আমি মনে করি।