গত ১৬ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচ-ডে অনুষ্ঠানকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। একই ঘটনার জের ধরে এক মাস পর ফের মারামারিতে জড়িয়েছে ওই ব্যাচের শিক্ষার্থীরা। সম্প্রতি বহিরাগতদের সঙ্গে নিয়ে ওই ব্যাচের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (০৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন ল’ এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। পরে রাত ১১টার দিকে ভুক্তভোগীর বন্ধুরা অভিযুক্তদের বিচারের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরের দিনে সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।
এদিকে এই ঘটনায় রবিবার সকালে দ্রুত বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত মুশফিকুর রহমান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
লিখিত অভিযোগপত্র সূত্রে, রাতে প্রধান ফটকের সামনে একটি চায়ের দোকানে বন্ধুদের নিয়ে বসে ছিল মোবারক হোসেন। এ সময় মুশফিকুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মোবারককে আঘাত করতেই সে সরে গেলে তার হাতে আঘাত লাগে এবং কেটে যায়। কিছু বুঝে উঠার আগেই সবাই লাঠি ও বাঁশ দিয়ে তার মাথা, পিঠ, হাত ও পায়ে আঘাত করলে সে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে সে দৌড়ে ক্যাম্পাসে আসার সময় তাকে আবার মারতে শুরু করে তারা। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। শরীরে গুরুতর আঘাত দেখে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
অভিযোগপত্রে ভুক্তভোগী বলেন, এটি নিঃসন্দেহে একটি হত্যা চেষ্টা। তাই আমার উপর হওয়া এই অতর্কিত হামলা ও প্রাণনাশ করতে আসা মুশফিক ও তার সহযোগীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি করছি। এ সময় ক্যাম্পাসে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মুশফিকুর রহমান। তিনি বলেন, এ ঘটনা মিথ্যা। আমি কাউকে মারধর করিনি।
এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা বসেছিলাম। আগের একটি ঘটনার (ব্যাচ- ডে অনুষ্ঠানে টি-শার্ট বিতরণ নিয়ে মারামারি) জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আগের ঘটনায় একটা তদন্ত কমিটি হয়েছিলো। সেই কমিটির কাছে বিষয়টি পাঠানো হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা খুব দ্রুতই একশনে যাব।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মিলে গত ১৬ মার্চ বাংলা মঞ্চে ব্যাচ ভিত্তিক অনুষ্ঠান অবতরণিকা উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে টি-শার্ট বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হন। আহতরা সেদিনই তাদের উপর অতর্কিত হামলার অভিযোগ করে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। পরে অভিযুক্তদের পক্ষ থেকে আহতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেওয়া হয়। এক পক্ষের শিক্ষার্থীরা হচ্ছেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুশফিকুর রহমান, সাব্বির শাওন ও রানা আহমেদ অভি। অপর পক্ষের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট বিভাগের তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল’ এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোবারক হোসেন আশিক। উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখতে গত ২২ মার্চ তিন সদস্যের একটি তদন্ত করে দেয় প্রশাসন।