ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে সোনার খনিতে আগুন লেগে অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ নামে ঐ সোনার খনির ভেতর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
জানা গেছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ। তাদের খোঁজে স্বজনরা খনির চারপাশে ভিড় করেছেন। উদ্ধারকারীদের ধারণা, অগিকাণ্ডের সময় শ্রমিকরা খনির প্রায় ৮০-১০০ মিটার গভীরে কাজ করছিলেন।