Top
সর্বশেষ

ছিনতাইয়ের দায়ে ঢাবির দুই শিক্ষার্থী গ্রেফতার, পলাতক ১

১১ মে, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
ছিনতাইয়ের দায়ে ঢাবির দুই শিক্ষার্থী গ্রেফতার, পলাতক ১
নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে একই কর্মকান্ডের সাথে জড়িত আরেক শিক্ষার্থী ঘটনাস্থল থেকে পালিয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) তাদেরকে কোর্টে চালান করে শাহবাগ থানা পুলিশ। আগের দিন বুধবার ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ।

ঢাবির গ্রেফতার দুই শিক্ষার্থী হলেন—শহীদ সার্জেন্ট জহিরুল হক হলের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পপুলেশন সায়েন্স বিভাগে অধ্যয়নরত নুর উদ্দিন আহমেদ (২৪) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আব্দুল্লাহ আল মুনতাসীর (২৫)। আসামীদের সাথে জড়িত পলাতক শিক্ষার্থীর নাম রাজিব।

ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী জোবায়ের হোসেনের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযুক্তদের মোবাইল নম্বর সংগ্রহ করে আরও টাকা দেওয়ার লোভ দেখানো হয়। পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসতে বলা হয়। সেখানে এলে তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী মামলা দায়ের করলে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে কোর্টে চালান দেওয়া হয়।’

জোবায়ের হোসেন এজাহারে উল্লেখ করেন, ঘটনার দিন মোটরসাইকেল কেনার টাকা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় আসেন তিনি। গাড়ি পছন্দ হলে বায়না করে যাবেন। পরিচিত রিফাত রিমন এবং গাড়ির মালিক আসতে দেরি করায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পশ্চিম পাশে দাঁড়ান তিনি। সেখানে বেশ কয়েকজন বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে এবং এক পর্যায়ে কিল-ঘুসি মারতে থাকে। এ সময় আমার কাছে থাকা ১৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয় তারা। আসামি মুনতাসীর তার মোবাইল দিয়ে আমার ছবি তুলে। চড়-থাপ্পড় মেরে চলে যাওয়ার সময় আমি তাদের পা ধরে টাকা ফেরত চাইলে তারা ৫০০০ টাকা দিয়ে চলে যায়। এরপর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরবর্তীতে আসামি নুর উদ্দিন এবং তানভীর আল মুনতাসিরকে জাদুঘরের প্রধান ফটকের সামনে জিজ্ঞাসাবাদ করলে তারা এ ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করে।

শেয়ার