Top
সর্বশেষ

বশেফমুবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ যুগ্ন আহ্বায়কের

২০ মে, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ
বশেফমুবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ যুগ্ন আহ্বায়কের
জামালপুর প্রতিনিধি: :

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীনের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর এ জান্নাত।

গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর ইভটিজিংয়ের বিষয়ে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ (মে) বুধবার দুপুর ২ দিকে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় ফিশারিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী কাওসার আহমেদ স্বাধীন আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলছিলো। এর আগেও বিভিন্ন স্থানে আমাকে ইঙ্গিত করে বিভিন্ন অশ্রাব্য কথাবার্তা বলে আসছে সে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক নুর এ জান্নাত অভিযোগ করে বলেন,’প্রশাসনিক ভবনের সামান দিয়ে ফটোকপির দোকানে যাচ্ছিলাম এ সময় কাওসার আহমেদ স্বাধীন আমাকে অশ্লীল কথাবার্তা বলেন। বিশ্ববিদ্যালয়ে সেদিন একটি প্রোগ্রাম ছিল। গত বৃহস্পতিবার বিকালে লিখিত অভিযোগ দিয়েছি।’

তিনি আরো বলেন,,গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আমার গায়ে হাত তোলা হয়। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ ভিসিকে জানালে ভিসি আমাকে ফোন দিয়ে এনে সমঝোতা করে দেন। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে যেটা আমি লিখিত অভিযোগ করিনি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন বলেন,‘উনি অভিযোগে যে সময় উল্লেখ করছেন, সেই দিন, ওই সময়, বিশ্ববিদ্যালয়ে ১৭মে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রোগ্রাম চলছিলো। আমি, ভিসি স্যার, প্রভস্টসহ অন্যান্য শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা ওই প্রোগ্রামে ছিলাম। আমি তাকে ইভটিজিং কেন করতে যাবো। ৪-৫দিনের মধ্যে তার সাথে আমার দেখাই হয়নি। সে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে’।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ ফারুক হোসেন বলেন,’গত বৃহস্পতিবার শেষ বেলায় অভিযোগটা পেয়েছি। রোববার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনে পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার