Top
সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

২৩ মে, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

সম্প্রতি রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আবু সাঈদ চাঁদ কর্তৃক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন সহ বিশ্ববিদ্যালয় পরিবার।

মঙ্গলবার দুপুর ১২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে প্রধানমন্ত্রীর হত্যা হুমকির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.কিউ.এম. মাহবুব, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় সভাপতি সহ সাধারন শিক্ষার্থীরা।

এছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সালেহ, সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশে তাদের কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকিদানকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে রাষ্ট্রদ্রোহীতার মামলা দিয়ে রাজপথে বিচার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, আজ প্রধানমন্ত্রী একা না, সারা বাংলাদেশের মানুষ তার পাশে ঢাল হিসেবে আছে। বহুবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তার সহায়তায় তার কোনো ক্ষতি হয়নি।

বক্তব্যে তিনি চাঁদ মিয়ার শাস্তির দাবি জানিয়ে বলেন, চাঁদ মিয়াকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করতে হবে। এবং যারা এমন উদ্রোতপূর্ণ আচরন করবে তাদেরকে রাজপথে এনে বিচার করার দাবি জানান। এমনকি দাবি পূরন না হওয়া বিশ্ববিদ্যালয় পরিবারকে দাবি অব্যাহত রাখার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সালেহ আহম্মেদ বলেন, এরকম একটি দলের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এ দলের সৃষ্টিতে জনগনে কোনো সম্পৃক্ততা নেই। তাদের জন্মই হয়েছে কুচক্রের মাধ্যমে এবং সেনানিবাসে, তারা জনগনের ভাষা কিভাবে বুঝবে! তারা বুঝে অস্ত্রের ভাষা। বক্তব্যে তিনি আরো বলেন, কুচক্রী দল ১৪ডিসেম্বরের মত দলের নেতৃত্বকে মেরে ফেলতে চাচ্ছে।

বক্তব্যে তিনি চাঁদ মিয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ আপামর জনতাকে রুঁখে দাঁড়ানোর আহ্বান জানান। এবং তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, সারা বিশ্ব বাংলাদেশকে রোল-মডেল হিসেবে দেখে। কিন্তু কিছু দল এটি মেনে নিতে পারেনা। তারা অনেকবার প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চাঁদ মিয়া যে বক্তব্যটি দিয়েছেন সেটি তার একার না, এটি উক্ত দলের মন্তব্য বলে আখ্যায়িত করেন। উপাচার্য বলেন, আমরা অপরাধীকে হত্যা করতে চাইনা৷ আমরা হত্যায় বিশ্বাসী না, আমরা বঙ্গবন্ধুর ন্যায়-নীতি ও আদর্শে বিশ্বাসী। অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। এবং চাঁদকে অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

শেয়ার