Top
সর্বশেষ

তিতুমীর কলেজে ছাত্র অধিকারের নেতাকে মারধর , ভিডিও ধারণ করায় হেনস্থা

৩০ মে, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ
তিতুমীর কলেজে ছাত্র অধিকারের নেতাকে মারধর , ভিডিও ধারণ করায় হেনস্থা
তিতুমীর কলেজ প্রতিনিধি :

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমনকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের ভিডিও চিত্র মুঠোফোনে ধারণ করায় কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিনকে আটকে রেখে মুঠোফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তা করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে। গত সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্র অধিকার সূত্রে জানা যায়, কলেজের শহিদ বরকত মিলনায়তনে তিতুমীর কলেজ আর্টক্লাবের এক্সিবিশনে নায়েক নূর ও তার সংগঠন ক্লিন এন্ড গ্রীণ ক্যাম্পাসের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকের বাহিরে আসলে কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াদ মুন্সী’সহ আরও বেশকজন কলেজ ছাত্রলীগ কর্মী নূরের উপর অতর্কিত হামলা করে৷

এতে কানে ও পায়ে আঘাত পায় নূর৷ আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে (নূর) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

তবে এ প্রসঙ্গে অভিযুক্ত রিয়াদ মুন্সীর সাথে কথা বললে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি মারধর করিনি৷ উনি ক্যাম্পাসে ছেলেপেলে নিয়ে ঘুরাঘুরি করছিলো, ঘুরাঘুরি করছে করুক, আমার এক বন্ধুর সাথে ঝামেলা করেছে। পরে আমি সুন্দর ভাবে বুঝিয়ে বলেছি ভাই ঘোরাঘুরি করবেননা, আপনি চলে যান৷ শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি। উনি উল্টো আমাকে বলেন, কেন যাবো! আমি বললাম ভাই আপনিও মানুষ, আমিও মানুষ। তারপরও সে যাচ্ছে না। উল্টো আমাকে ধাক্কা দিলো।

হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগকারী কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিন বলেন, ‘নূরের উপর হামলার ভিডিও করায় আমাকে প্রায় আধা ঘণ্টার মতো আটক করে রাখে। মোবাইল কেড়ে নিয়ে জোরপূর্বোক ভিডিও, ছবি গুলো ডিলেট করানো হয়৷ অকথ্য ভাষায় গালাগাল করে চার দিক থেকে আমাকে ঘিরে ফেলে তারা৷ পরে আমি চিৎকার দিলে আরেক ভাই আমার ফোন নিয়ে ভিডিও ডিলেট করে এবং আমার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার সব চেক করছে তারা, আমি কাউকে ভিডিও পাঠিয়েছি কিনা। আমি যখন বলি আমাকে আপনারা এভাবে ঘিরে রেখেছেন কেন, তারা বলে তোমাকে তো দিনের বেলা ঘিরে রেখেছি, রাতের বেলা তো রাখিনি। আমি যখন বলি, আপনারা এভাবে কথা বলছেন কেন, তারা বলে, ‘ডার্লিং তোমার সাথে আর কিভাবে কথা বলবো।’

বিষয়টি নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মায়ের অসুস্থতার জন্য ঢাকার বাহিরে আছি। কলেজের মারামারির বিষয়টি নিয়ে কিছু অবগত নই। এদিকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে কোন সাড়া পাওয়া যায়নি।

ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমনকে মারধর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিতুমীর কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে সেটা এখনো আমি জানিনি। আমার কানে এখনো বিষয়টি আসেনি। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে আমি এধরনের ঘটনা সমর্থন করছিনা। আসলে এধরনের মারামারি হওয়া উচিত না। কিন্তু কেন হয়েছে সেটা আগে আমাকে জানতে হবে। আমার মনে হয়না সেরকম কিছু ঘটেছে।

শেয়ার