Top

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা

৩১ মে, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা
রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা শেখ আবু হানিফ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রুপম সরকারের হয়ে প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) বিজয় বসাক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বাদী হয়ে এ পর্যন্ত সাতটি মামলা দায়ের করেছেন। এর মধ্যে ছয়টি মতিহার এবং একটি চন্দ্রিমা থানায়। আমরা এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি ৩৮ তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত।

এদিকে রাবির প্রসাশনের জনসংযোগ কর্মকর্তা প্রফেসর প্রবীর কুমার পান্ডে জানান, রাবি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সকল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি।

 

শেয়ার