পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামীলীগ সরকার নদী ভাঙন রোধে কাজ করছে। ১৪ বছরে নদীভাঙন কমে গেছে সাড়ে ৩ হাজার হেক্টরে। দেশে নদীভাঙনের পরিমাণ ছিল সাড়ে ৯ হাজার হেক্টর। গত শুক্রবার বিকেলের দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া নদী তীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন।
এ উদ্বোধন শেষে স্থানীয় হাই স্কুল মাঠে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নদীভাঙনের তিন ভাগের দুই ভাগ এ ১৪ বছরে কমেছে। আগামী নির্বাচনেও সব চক্রান্ত প্রতিহত করে আবারো আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে দেশে আর নদী ভাঙন থাকবে না ইনশাআল্লাহ।
যমুনার বাম তীরের চৌহালীর নদীভাঙন রোধে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়নে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ করছে। এ সময় স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল, আহসানুর রহমান টিটু এমপি, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পাউবো মহা-পরিচালক রমজান আলী প্রামাণিক, জেলা আওয়ামীলীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তারসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।