রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় ভোটের মাঠের ফলাফল এবং নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে তা নির্ভর করবে মিডিয়ার তথ্য উপাত্তগুলোর উপর বলে মন্তব্য করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার। উক্ত মতবিনিময় সভায় সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ চারজন মেয়র পদপ্রার্থী এবং প্রায় সকল কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
বুধবার রাজশাহী জেলা শিল্প কলা একাডেমীতে দুপুর ১২:৩০ মিনিটে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার(এনডিসি) জি এস এম জাফরউল্লাহ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, পুলিশ কমিশনার বা ডিআইজি বা অন্য কারো কথা বিশ্বাস করা হবে না। তথ্যের গুরুত্ব দেয়া হবে মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়া ফলো করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য সকল নির্দেশনা দেয়া হয়েছে। কোন দল বা প্রার্থী বা অন্য করো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আচরণবিধি বা নির্বাচন বিধি লঙ্ঘন করলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রমাণ হলেই প্রার্থীতা বাতিল হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠ , নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতার জন্য সকল প্রার্থীকে সহযোগিতার আহ্বানও জানান তিনি। নির্বাচনে কেউ অনিয়ম করলে, পেশী শক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
সিইসি প্রধান আরও বলেন, নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব। ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে আমরা ভোট বন্ধ করতে বাধ্য হব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান(অবঃ), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী পুলিশ কমিশনার আনিসুর রহমান, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
সভায় প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। নির্বাচন কমিশনার এবং অতিথিবৃন্দ তাদের অভিযোগ শোনেন এবং সমাধানে নানা পরামর্শ দেন।