Top

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে করোনা প্রতিরোধ কমিটি

১৩ জুন, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে করোনা প্রতিরোধ কমিটি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ইদুল আযহায় কুরবানীর পশুর হাটের ব্যবস্থাপনা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কাজ করবে করোনা পরিস্থিতিতে গঠন করা করোনা প্রতিরোধ কমিটি। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইদুল আযহা উপলক্ষে এই সীধান্ত নেয়া হয়।

সভায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, সারাদেশের মডেল হিসেবে স্বীকৃত চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি। সেই সময় গঠন করা করোনা প্রতিরোধ কমিটি করোনা প্রতিরোধে দারুণভাবে কাজ করেছে ও সফলতা পেয়েছে। তাই আমরা সেই কমিটিকে পুনরায় কাজে লাগাতে চাই। এই কমিটি আসন্ন ইদুল আযহার সময়েও বিভিন্ন কাজে অংশ নিবে। কোরবানির চামড়া নিয়ে কোন অব্যবস্থাপনা, অনিয়ম করলে কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও জানান, ইদকে ঘিরে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করার সীধান্ত নেয়া হয়েছে। পবিত্র ইদুল আযহার পবিত্রতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইদের আগে বাজার ব্যবস্থাপনায় মনিটরিং টিম কাজ করবে ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পন্যদ্রব্য অবৈধ মজুত ও দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম , স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনেরর প্রতিনিধি, চেম্বারের প্রতিনিধি ও বিভিন্ন মসজিদের ইমামগণ।

শেয়ার