গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আবারও চুরি করতে এসে আটক হয়েছে হাবিব এক ব্যক্তি। এর আগে গত ৩০মে রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের এসি চুরি করার সময় বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মীদের কাছে হাতেনাতে আটক হয় হাবিব।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১০ টার দিকে শিক্ষকদের ডরমিটরি সংলগ্ন মসজিদের অস্থায়ী ইমামের অটোরিকশা চুরি করতে আসে। পরে নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে সেখান থেকে পালিয়ে ছাত্রী হলে চুরির চেষ্টা চালায়। এসময় নিরাপত্তাকর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং প্রক্টোরিয়াল বডিকে জানানো হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময়ে তার থেকে মাদকদ্রব্য পাওয়া যায়।
এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, চুরির বিষয়টি আমরা জানতে পেরেছি। পরে তাকে আটক করে আমরা পুলিশে সোপর্দ করেছি। আর চুরির প্রবণতা এড়াতে আমরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় আনসার সদস্য ও নিরাপত্তা কর্মীদের মোতায়েন করেছি।
তবে পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন করার জন্যই মূলত সে ডরমিটরির দিকে চলাফেলা করছিলো।
এবিষয়ে উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে আমরা চোরের বিষয়ে খবর পাই৷ তারপর বিশ্ববিদ্যালয়ে এসে চোরকে থানায় নিয়ে আসা হয়৷ তিনি বলেন, অতিরিক্ত মাদকদ্রব্য সেবন করার ফলে তিনি কথা বলতে পারছেন না। ফলে তার থেকে বিস্তারিত কিছু জানতে পারিনি৷ তবে ঘটনাস্থলে তার থেকে মাদকদ্রব্য পেয়েছেন বলে জানানো হয়৷
কিছুদিন পূর্বে মসজিদের এসি চুরি করতে এসে আটক হয়ে থানায় নেওয়া হয় কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই পুনরায় সে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চুরি করতে আসে, এবিষয়ে জানতে চাইলে উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, পুলিশের কাজ আসামিকে আইনের আওতায় এনে কোর্টে চালান করা। পরবর্তী বিচারিক সকল কার্যক্রম করার দায়িত্ব আদালতের। এবিষয়ে আমরা কিছু জানি না।
উল্লেখ্য, পূর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এমনকি কেন্দ্রীয় গ্রন্থাগারের ৪৯টি কম্পিউটার সহ শেখ রাসেল হল সহ বিভিন্ন হলে চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ।