Top

কোরবানী পশুর চাহিদা মেটাতে প্রস্তুত ঈশ্বরদীর দুই শতাধিক খামারি

২০ জুন, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
কোরবানী পশুর চাহিদা মেটাতে প্রস্তুত ঈশ্বরদীর দুই শতাধিক খামারি
পাবনা প্রতিনিধি, :

সারা বছরের তুলনায় কোরানির ঈদে জবেহ উপযোগী পশুর চাহিদা থাকে বেশি। সেই অতিরিক্ত পশুর চাহিদা মেটাতে পশু ব্যবসায়ীদের চাপটাও থাকে চোখে পড়ার মত। দিন রাত এপাড়া সে পাড়ায় ঘুরে ঘুরে তারা পশু সংগ্রহ করার কাজে ব্যস্ত সময় পার করেন।

সারা বছর পশু বিক্রির জন্য এলাকা ভিত্তিক সপ্তাহের একটি নির্দিষ্ট দিন ধার্য থাকলেও কোরবানি ঈদের আগে সবাই যেন কোরবানির পশু কিনতে পারে সেই লক্ষ্যে পশু ক্রয় বিক্রির বাজার বৃদ্ধিসহ নানা মুখী সিদ্ধান্ত নিয়ে থাকেন সংশ্লিষ্টরা। সেই বর্ধিত বাজারে বর্ধিত পশুর চাহিদা মেটাতে তাই বছরের অন্যান্য সময়ের চেয়ে এই সময় চাপ থাকে অতিরিক্ত। সেই অতিরিক্ত চাহিদা মেটাতে সারা দেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতেও প্রায় দুই শতাধিক খামারি ও মৌসুম ব্যবসায়ীরা তাদের শেষ সময়ের প্রস্তুতি গ্রহনে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

উপজেলার পশু ক্রয় বিক্রির সবচেয়ে বড় বাজার বসে পৌর শহরের অরণকোলাতে। এই বাজার কে কেন্দ্র করে গত দুই বছরে বাজার সংলগ্ন এলাকায় ছোট বড় প্রায় দেড় শতাধিক পশুর খামার তৈরী হয়েছে। এছাড়া উপজেলার বাঘহাছলা, পতিরাজপুর, মুলাডুলি, সড়াইকান্দি, দাশুড়িয়া, নওদাপাড়া, গাংমাথাল, জয়নগর, সিলিমপুর, ভাড়ইমারীসহ প্রায় প্রতিটি এলাকাতেই গড়ে উঠেছে গবাদি পশুর একাধিক খামার। প্রতিটি খামারেই সর্বনিম্ম দশটি থেকে শুরু করে প্রায় শতাধিত করেও কোরবানি যোগ্য পশুর মজুদ রয়েছে। সব মিলিয়ে এবার ঈশ্বরদী থেকে দেশের বিভিন্ন এলাকায় কোরবানি যোগ্য গবাদি পশু রপ্তানির লক্ষ্যমাত্রা প্রায় দশ হাজারের অধিক বলেও জানান অনেকেই।

অরণকোলা বাজার সংলগ্ন বাচ্চু ডেইরী’র স্বত্বাধিকারী মো. বাচ্চু বলেন, কোরবানি ঈদের আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা গরু মহিষ সরবরাহ করে থাকি। তবে অন্যান্য বারের তুলনায় এবারে মজুদকৃত পশুর পরিমাণ প্রায় দিগুন।

বাঘহাছলা গ্রামের জালাল ডেইরী ফার্মের মালিক মো. জালাল উদ্দিন জানান, সারা বছর গাভী গরুর ব্যবসা করলেও কোরবানির আগে আমরা কোরবানি যোগ্য পশুর ব্যবসা করি। এবারও প্রস্তুতি নিয়েছি। কিছু পশু রাজধানী এবং কিছু সিলেটে নেওয়ার কথাও তিনি জানান।

পতিরাজপুর মা ডেইরী খামারের স্বত্তাধিকারী মো. মমিন বলেন, বাজারে গো খাদ্যের মূল্য বৃদ্ধির কারনে এবারে পশু পালনে খরচের হিসেব টা অনেক ভারি। যদি খরচ অনুপাতে বিক্রি না করতে পারি তবে মোটা অংকের টাকা লোকসান গুনতে হবে।

দাশুড়িয়া এলাকার ব্যবসায়ী মো. হাতেম আলী বলেন, অন্যান্য বারের তুলনায় এবার গবাদি পশুর দাম অনেকটাই চড়া। সুতরাং বাজারের সাথে মিল রেখে আমাদের কোরবানী যোগ্য পশু কিনতে হচ্ছে। তাই এবারে পশুর বাজার একটু বেশী হবে বলেই তিনি জানান।

তবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে অনেক কৃষকই এক বা একাধিক করে পশু পালন করেছে। তাদের অনেকেরই দাবি সারা বছরের জমানো অর্থের সমষ্টিই এই পশু গুলো। সেগুলো সুস্থ ও স্বাভাবিক ভাবে বিক্রি করতে পারাটাই তাদের কাছে তৃপ্তির।

শেয়ার