Top
সর্বশেষ

ঈদের ছুটিতে বশেমুরবিপ্রবিকে নিরাপদ রাখতে নতুন নির্দেশনা

২২ জুন, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ

বছরের বিভিন্ন ছুটিতে বিশ্ববিদ্যালয় যখন বন্ধ, তখন চোরের উপদ্রব বাড়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি)। এবার ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ে চোরের উপদ্রব কমাতে এবং আবাসিক এলাকাগুলোকে নিরাপদ রাখতে নতুন কিছু বিধিমালা প্রনয়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান ও নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়৷

বছরের বিভিন্ন ছুটিতে শিক্ষার্থীরা বাড়িতে যায়। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীশূন্য থাকার ফলে হলগুলো খালি থাকে৷ ফলে বহিরাগত কতিপয় ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে। এবং আবাসিক হলগুলোতে প্রবেশ করে শিক্ষার্থীদের ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এমনকি মেয়েদের হল সংলগ্ন রাস্তা দিয়ে বহিরাগত অনেকে এসে মেয়েদেরকে হলের জানালার পাশ দিয়ে অশালীন মন্তব্য করে৷ এতে মেয়েরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়।

বিজ্ঞপ্তি অনুসারে, পবিত্র ঈদ উল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির বন্ধে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য কিছু নির্দেশনা প্রনয়ণ করা হয়।

১:- বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় প্রবেশদারগুলোতে বিভাগীয় পরিচয় পত্র দেখাতে হবে।

২:- যেসকল শিক্ষার্থীর বিভাগীয় পরিচয় পত্র হয়নি, সে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে হলে বিভাগীয় শিক্ষকদের সুপারিশ লাগবে।

৩:- বহিরাগত কোনো গাড়ি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। এবং বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

৪:- একাডেমিক এবং প্রশাসনিক ভবনে কেউ(শিক্ষার্থী এবং কর্মচারীরা) অবস্থান করতে পারবেনা৷ জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির ও দপ্তর প্রধানের অনুমতি সাপেক্ষে প্রবেশের সুযোগ দেওয়া যেতে পারে।

৫:- মেয়েদের হল সংলগ্ন রাস্তা এবং এর আশেপাশে রাত ৮টার পর থেকে কেউ অবস্থান করতে পারবেনা। যে অবস্থান করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদের ছুটি ও গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়ে কথা বলতে চাইলে নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে৷ এতে করে বহিরাগত অনেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে মেয়েদের হলের সামনের রাস্তা দিয়ে চলাচলের সময় অশালীন মন্তব্য করে। এমনকি মেয়ে ও ছেলেদের আবাসিক হলে প্রবেশ করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তাই আমরা এ সিদ্ধান্ত গুলো গ্রহন করেছি। যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতীত বহিরাগত কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে৷ এসময় তিনি বলেন, এবিষয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭সালে ৫০টি কম্পিউটার, ২০১৮সালে ৪৭টি কম্পিউটার এবং ২০২০সালের আগস্টে ৯১টি কম্পিউটার চুরি হয়ে যায়। এবং গেলো বছর শেখ রাসেল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যায়।

শেয়ার