Top
সর্বশেষ

প্রেসক্রিপশন যাই হোক, সিদ্ধান্ত ১৭ কোটি বাংলাদেশির

০৬ জুলাই, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
প্রেসক্রিপশন যাই হোক, সিদ্ধান্ত ১৭ কোটি বাংলাদেশির
ড. প্রশান্ত কুমার রায় :

ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রায় সবকটি দৈনিক পত্রিকার শিরোনাম ছিল এটি। খুব নিকট সময়ে আসছে ইইউ প্রতিনিধি দল। বাংলাদেশে এসকল পশ্চিমা দেশের রাষ্ট্রদূতগণ তাদের রুটিন দায়িত্ব পালনে নিশ্চয়ই অবহেলা করছেন! সেকারণে পশ্চিমা বন্ধুদের নিজস্ব রাষ্ট্রীয় প্রতিনিধিবৃন্দের আনাগোনা শুরু হয়েছে বেশ জোরেশোরে। গত দু’বছর আগে বাংলদেশের বিশেষ বাহিনীর বিরুদ্ধে স্যাংশন দিয়েছিলো যুক্তরাষ্ট্র। মাসখানেক আগে ঘোষণা করল ভিসানীতি। আমরা জানি বড় বড় বিশ্বমোড়লদের উৎকন্ঠা বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র ডুবে যাচ্ছে তা উদ্ধার করার নৈতিক দায়িত্ব থেকে তারা নিজেদের গুটিয়ে নিতে পারে না! যতই পরদেশের অভ্যন্তরীন বিষয় হোক, নাক গলানোটাকে তারা বেশ যৌক্তিক মনে করছে।

বাংলদেশের রাজনৈতিকদল বিশেষ করে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে রয়েছে। গত ১৫ বছরে তাদের রাজনৈতিক কোন কসরত চোখে পড়েনি। ছিল ব্যাপক অবরোধ, হরতাল, জ্বালাও-পোড়াও ইত্যাদি। সাথে দেশি-বিদেশি চরমপন্থি মৌলবাদী দলের আশ্রয়, প্রশ্রয় ও তাদের দ্বারা সন্ত্রাসী কাজের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আসলে বিএনপি ভূমিষ্ঠ হয়েছিল জেনারেল জিয়ার তত্ত্বাবধানে সামরিক শক্তির ব্যানারে যেখানে গণতান্ত্রিক চর্চা ছিল না। একটাই উদ্দেশ্য ছিল জেনারেল জিয়ার অবৈধ ক্ষমতা দখলকে পাকাপোক্ত করতে একটা সাপোর্ট সংগঠন। সেই আকাঙ্ক্ষা ও চর্চা থেকে বিএনপি আজও সরে আসতে পারেনি। একারণে গত ১৫ বছর কোন রাজনৈতিক তৎপরতা যেমন নেই, তেমনি তারা কোন নির্বাচনে অংশ না নিয়ে জনবিচ্ছিন্ন ও রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। এখন তারা বিভিন্ন অজুহাত ও ছুঁতো খুঁজছে কিভাবে সহজে ক্ষমতায় যাওয়া যায়।

অন্যদিকে গত দেড় দশকে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। স্বীকৃতি পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে। সাউথ এশিয়া, এশিয়া প্যাসিফিক ও সর্বশেষ ইন্দো-প্যাসিফিক কৌশলগত কারণে বাংলাদেশ এখন বিশ্বের পরাশক্তিদের আধিপত্যবাদের স্নায়ুযুদ্ধের কেন্দ্রভূমি। যার সাথে প্রতিবেশী ভারতের লাভ-ক্ষতির বিষয়ও জড়িত। এখানে চৈনিক ও আমেরিকান আধিপত্যকেও প্রতিবেশি ভারত তার হিসেবের খাতায় সমীকরণ কষছে। চৈনিক আধিপত্য কমাতে আমেরিকা ও ভারত একাট্টা হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক। সেখানেও হিসেবের গরমিল আছে। তবে একথা সত্য নিজেদের প্রভাব বজায় রাখতে সকলেই যার যার জায়গা থেকে বাংলাদেশের বর্তমান সরকার বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার উপর নিরন্তর চাপ সৃষ্টি করে চলেছে এবং চলবে। এই চাপাচাপির মধ্যে বিশ্বমোড়ল পৃথিবীর ত্রানকর্তা যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো একটু পৃথকভাবে দেখার দাবি রাখে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের বলয় থেকে বের করে নিজেদের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেছে, এটাই সত্য। হয়ত আমেরিকা স্যাংশন ও ভিসানীতির মাধ্যমে শেখ হাসিনা সরকারকে বাধ্য করতে না পারলে বানিজ্য নিষেধাজ্ঞাও দিতে পারে। এই ভীতিকর পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র সুকৌশলে রাজনীতি থেকে নির্বাসিত অগণতান্ত্রিক দল বিএনপিকে সিখন্ডি হিসেবে ব্যবহারের সুযোগ পেয়েছে এবং সেটা ব্যবহার করে তারা আর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করছে। একটি কথা বলে রাখা দরকার, রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতান্ত্রিকভাবে সৃষ্ট না হলেও এদেশের মানুষকে নিয়ে সৃষ্ট একটি রাজনৈতিক দল এবং দেশ ও জনগণের কল্যাণই তাদের লক্ষ্য হওয়া উচিত। তারা এবং অন্যান্য রাজনৈতিক দল বা জনগণ কী নিজেদের অস্তিত্ব বিলীন করে এভাবে কারো তাবেদারিতে কাজ করবে?

একটি বিষয় স্পষ্ট যে, বিদেশি পরাশক্তি তাদের নিজস্ব স্বার্থে কাজ করতে আসছে, আমাদের স্বার্থে নয়। তারা চাইছে চাপ সৃষ্টি করে তাদের যার যার স্বার্থমত একটি পুতুল সরকার গঠন করতে যার মাধ্যমে রুদ্ধ হয়ে যাবে চলমান উন্নয়ন, দেশ পড়বে মুখ থুবড়ে। বঙ্গবন্ধু কন্যা এই বিষয়টি অনুধাবন করেই তিনি অনড়, তিনি কোন চাপের মুখে নতি স্বীকার করতে নারাজ। কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা। ৩০ লাখ শহিদের রক্ত ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম ও কোটি কোটি মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশকে তিনি কোনভাবেই ধ্বংস হতে দেবেন না। এটাই দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের প্রথম ও শেষ অবস্থান।

যুক্তরাষ্ট্র বিশ্বের ১৮০টি দেশে ২ লাখ সুশিক্ষিত ও সশস্ত্র সৈন্য মোতায়েন করে রেখেছে। যুক্তরাষ্ট্র ১৯৯০ এর দশকের স্নায়ুযুদ্ধের অবসানের আগে ও পরে সারাবিশ্বে অসংখ্য গণতন্ত্রকামী দেশের গণতান্ত্রিক ও মানবিক অধিকারকে বিনষ্ট করতে ও সাংবিধানিক সরকারকে উৎখাত করতে সামরিক ও বেসামরিক শক্তি প্রয়োগ করেছে। ১৯৭১ সালে আমাদের ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক অধিকার আদায়ে বাধ সেঁধেছিল যুক্তরাষ্ট্র। সহায়তা করেছিল নিরস্ত্র বাঙালিদের হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুন্ঠন চালাতে। সৃষ্টি হয়েছিল এক নজিরবিহীন গণহত্যা। সেখানেই তারা থেমে থাকেনি, ষড়যন্ত্র করে জাতির পিতাকে পরিবারের প্রায় সকল সদস্যসহ নির্মমভাবে হত্যায় সহায়তা করেছিল। সেসব আত্মস্বীকৃত খুনিদের তারা আশ্রয় দিয়েছিল এবং এখনো দন্ডাদেশপ্রাপ্ত খুনিরা তাদের আশ্রয়ে আছে।

১৯৭১ সালে ভারত ও রাশিয়াসহ বিশ্বের গণতান্ত্রিক শক্তির কাছে আমেরিকার যে পরাজয় হয়েছিল ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার মধ্যদিয়ে নতুন করে পাকিস্তানের একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার চেষ্টাও করেছিল যুক্তরাষ্ট্র। আশার কথা বাঙালিদের বুদ্ধিমত্তা, দেশপ্রেম, ত্যাগ ও জাতিসত্ত্বার প্রতি যে অগাধ ভালোবাসা; সেটাই বাংলাদেশ ও বাঙালি জাতিকে বারে বারে স্বাধীনতা অর্জন ও তা রক্ষার সাহস যুগিয়েছে। আমেরিকা, চীন, ভারত, রাশিয়া, জাপান এরা সকলেই থাকবে, যার যার জায়গা থেকে তাদের স্বার্থে কাজ করবে। সিদ্ধান্ত আমাদের- আমরা জন্মভূমি, দেশ ও জাতিকে রক্ষা ও উন্নয়নের স্বার্থে কাজ করবো, নাকি নিজেদের ভবিষ্যতকে ধ্বংস করতে অন্যের পদলেহন করবো? দিনান্তে এটাই দেখার বিষয়।

ড. প্রশান্ত কুমার রায়,
সাবেক সচিব ও গবেষক।

শেয়ার