Top
সর্বশেষ

মধ্যরাতে ইবির চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর

১১ জুলাই, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
মধ্যরাতে ইবির চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর
ইবি প্রতিনিধি: :

মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রে ভাংচুরের অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাকেন্দ্রের জরুরি বিভাগে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্য ও তার দুই সহযোগী ভাংচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতক্ষ্যদর্শীরা। তার অন্য দুই সহযোগী হলেন, একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সালমান আজিজ ও আতিক আরমান। এই ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।

এর আগে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে শাখা ছাত্রলীগকর্মী কাব্যকে আটক করে পুলিশ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বুকে ব্যাথার চিকিৎসা নিতে রেজওয়ান সিদ্দিকী কাব্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আসেন৷ পরে চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক তাকে ব্যাথার ইনজেকশন দিলে কাব্য চলে যান। কিন্তু এর ঠিক আধঘণ্টা পর আবারও কাব্য ও তার সহযোগীরা চিকিৎসা কেন্দ্রে আসেন এবং কুষ্টিয়া সদর হাসপাতালে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স সহায়তা চান। পরে চিকিৎসক ছাত্র সংশ্লিষ্ট ঘটনা দেখে তাকে কুষ্টিয়া পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে, অ্যাম্বুলেন্স দিতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে ভাঙচুর করেন রেজওয়ান সিদ্দিকী কাব্য। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া পাঠানো হয়।

এদিকে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম প্রশাসন ভবনের সামনে বাঁধা দেওয়ার চেষ্টা করে। এসময় তাদের সাথেও কাব্য অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন তারা। একপর্যায়ে রাত ১২ টার দিকে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম বলেন, মেডিকেলে কাব্য জোর করে ডাক্তারের রেফার নিয়েছিল। তাই অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সময় প্রশাসন ভবনের দিকে আমরা তাকে বাঁধা দিলে আমাদের সাথেও খারাপ ব্যবহার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্যাথলজি চিকিৎসক জাহাঙ্গীর বলেন, তিনি (কাব্য) এসে দেওয়ালে লাথি দেওয়া ও অস্বাভাবিক আচরণ করতে থাকেন। পরে তাকে অসুস্থতার জন্য ইনজেকশন দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসককে কুষ্টিয়া পাঠাতে জোর করেন। এতে একটু সময় লাগায় তিনি ভাঙচুর করতে থাকেন। পরে জোরাজুরির ফলে তাকে ড্রাইভার মোহাম্মদ শাহিনুজ্জামানের সঙ্গে কুষ্টিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেন বলে জানান ডা. ওয়াহিদুল হাসান।

কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান মিল্টন বলেন, গতকাল ১০ জুলাই ঘটনার দেড় ঘণ্টা আগে বুকের ব্যাথার চিকিৎসা নিতে আসে কাব্য। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। তবে এর আধঘণ্টা পর আবার এসে অ্যাম্বুলেন্স নিয়ে কুষ্টিয়া শহরে গিয়ে চিকিৎসা নিতে চান কাব্য। এসময় অ্যাম্বুলেন্স কেন দ্রুত দেওয়া হচ্ছে না এই নিয়ে ভাংচুর চালান এবং অ্যাম্বুলেন্স চালকের সাথেও খারাপ ব্যবহার করেন কাব্য।

এদিকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলেও কাব্য কুষ্টিয়া যাননি বলে নিশ্চিত করেন অ্যাম্বুলেন্সের চালক শাহীন। তিনি জানান, ‘কাব্য কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করলেও পরবর্তীতে লক্ষীপুর বাজারে থেকে একটি ডিসপেনসারি থেকে কিছু ওষুধ কিনে আবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বি.এম ছাত্রাবাসে ফিরে আসে।’

চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্য। তিনি বলেন, প্রচণ্ড বুকের ব্যথা নিয়ে গেলেও ডাক্তার আমাকে গুরুত্ব দিচ্ছিল না। তিনি চেম্বারে শুয়ে ছিলেন। পরে হাত-মুখ ধুয়ে আসতে দেরি করায় আমার পায়ে ধাক্কা লেগে টেবিল-চেয়ার পড়ে যায়।

এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমি মঙ্গলবার সকালেই চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলাম। পরে উপ-উপাচার্য ও ট্রেজারার স্যারও এসে দেখে গেছেন। এরপর ইবি থানার ওসিকে জানানো হলে, তিনি পুলিশ পাঠিয়ে তদন্ত করছেন। তিনি আরও বলেন, মেডিকেল কর্তৃপক্ষকে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি। তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

চীফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, সকালে প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরসহ অনেকেই এসেছিলেন। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে।

উল্লেখ্য, গতবছরের জুলাই মাসে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটায় কাব্য। ড্রাইভারকে ছুরি দেখিয়ে দশ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রাইভার ও তার সহকারীকে মারধর করে মানিব্যাগ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেন তারা। পরে এই ঘটনার সংবাদ প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারের সামনে সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ মহড়া দেন কাব্য। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারও হন কাব্য।

শেয়ার