Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন অসীম কুমার

১৬ জুলাই, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন অসীম কুমার
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর অতিরিক্ত পরিচালক অসীম কুমার চৌধুরী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অসীম কুমার চৌধুরী ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, কৃষিঋণ বিভাগ ও ব্যাংকিং বিভাগের পাশাপাশি প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

অসীম কুমার চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকেও ডিগ্রি অর্জন করেন।

তিনি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ফোরাম ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, চট্টগ্রাম’ এর তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম অসীম কুমার চৌধুরীর।

শেয়ার