আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম এম.পি বলেছেন, ”বিএনপি আন্তর্জাতিক ভাবে অনেক ষড়যন্ত্র চক্রান্তের চেষ্টা চালাচ্ছে। সেই বিএনপি যদি ষড়যন্ত্র চক্রান্তের একটা ছোবল মেলান্দহের মাটিতে দেয় তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে”।
শনিবার দুপুরে মেলান্দহ পৌর শাখার যৌথ বর্ধিত সভায় মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা আজম আরও বলেন, ”বিএনপির সকল ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে আরো শক্তিশালী করে ভোটের জন্য প্রস্তুতি নিতে হবে। আওয়ামীলীগ যত উন্নয়ন-ই করুক, শেখ হাসিনা যত উন্নয়ন করুক কোনো কিছুই বিএনপির ভালো লাগবে না। সেকারনে আমরা প্রত্যেকেই আওয়ামীলীগের পক্ষে সাধারণ মানুষ যারা আছে তাদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করবো, তাদের ভোট নিবো, তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসবো। বিএনপি আন্তর্জাতিক ভাবে অনেক ষড়যন্ত্র চক্রান্তের চেষ্টা চালাচ্ছে। সেই বিএনপি যদি ষড়যন্ত্র চক্রান্তের একটা ছোবল মেলান্দহের মাটিতে দেয় তাদের (বিএনপি’র) দাঁতভাঙা জবাব দেওয়া হবে”।
মেলান্দহ পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলালের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আ.লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, হাজী দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ। পৌর,উপজেলা ও জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।