একের পর এক বিতর্কিত ঘটনা ও নানা অভিযোগে সুনাম হারিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবার প্রতিষ্ঠানটির তিনটি শাখায় প্রায় ৪শ শিক্ষক-কর্মচারীর সন্ধান পাওয়া গেছে যাদের নিয়োগ অবৈধ। তাদের পেছনে এরই মধ্যে সরকারের প্রায় শত কোটি টাকা খরচ হয়ে গেছে।
এক সময়ের নাম করা এই প্রতিষ্ঠানটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) একটি তদন্ত চালিয়েছে। দেড় বছর ধরে তদন্ত চালিয়ে এর প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা পড়েছে সম্প্রতি। প্রতিবেদনের তথ্য ও ঢাকা পোস্টের নিজস্ব অনুসন্ধানে ২০১১-১২ থেকে ২০২১-২২ অর্থবছরে মতিঝিল, মুগদা ও বনশ্রী এই তিন শাখায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিয়োগ যাচাই-বাছাই করে ৩৯০ জন শিক্ষক-কর্মচারীর নিয়োগ অবৈধ হওয়ার প্রমাণ মিলেছে।
অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত বেশিরভাগ শিক্ষকের নিবন্ধন সনদ নেই। আবার অনেকে জাল সনদে চাকরি করছেন। এভাবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠান থেকে প্রায় শত কোটি টাকা বেতন-ভাতা নিয়েছেন। ডিআইএ-এর প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে বিধি বহির্ভূতভাবে নেওয়া বেতন-ভাতা যেন সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।
নিয়োগ বোর্ডের কাগজপত্র ঘেঁটে দেখা যায়, ২০১৮-২০১৯ সালে ৮৯ জন শিক্ষককে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়— কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ অক্টোবর ২০১৫ সালের পর প্রতিষ্ঠান থেকে নিয়োগ দিলে তা অবৈধ। কিন্তু প্রতিষ্ঠানটি এ নির্দেশনা না মেনে ৮৯ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দিয়েছে।
২০২১ সালে আরও ৬৯ জন শিক্ষককে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষক গড়ে পৌনে তিন লাখ থেকে প্রায় ১০ লাখ টাকা বেতন-ভাতা নিয়েছেন।
২০১৮, ২০১৯ ও ২০২১ সালে মুগদা শাখায় শিক্ষক-কর্মচারী মিলিয়ে ৩৮ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সময়ে বনশ্রী শাখায় ৬৯ জনকে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বনশ্রী বাংলা শাখা সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ বোর্ডে মাউশি অধিদপ্তরের প্রতিনিধি না থাকায় তার নিয়োগও অবৈধ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। তিনি যে বেতন-ভাতা নিয়েছেন সেটিও ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এসব নিয়োগ ও ডিআইএ-এর তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, নিয়োগ সংক্রান্ত এসব তথ্যের বিষয়ে আমার জানা নেই। ডিআইএ’র প্রতিবেদন এখনও আমরা হাতে পাইনি। প্রতিবেদন পেলে জিবিতে আলোচনা করা হবে। এর আগে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
আইডিয়ালের স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে ২০২২ সালের এপ্রিল মাস তদন্ত শুরু করেন ডিআইএ’র যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা পরিদর্শক মো. মুকিব মিয়া, সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুজ্জামান, সাদিয়া সুলতানা ও অফিসার চন্দন কুমার দেব। দেড় বছর ধরে তদন্ত করে ১৭৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তারা।
প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ডিআইএর যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার বলেন, আইডিয়াল স্কুলের এই তদন্তটি একটি নজিরবিহীন তদন্ত। ১৭৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানের নানা খাতে অনিয়ম-দুনীতির চিত্র উঠে এসেছে।
তিনি আরও বলেন, অনিয়ম-দুর্নীতি কোথায় হয়েছে, কী কারণে হয়েছে, করণীয় কী— এসব প্রতিবেদনে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছি।
নিয়োগ দুর্নীতির এই চিত্রকে ভয়াবহ আখ্যা দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের তদন্তে এই ভয়াবহ নিয়োগ দুর্নীতি চিত্র উঠে এসেছে। শুধু আইডিয়াল নয়, দেশের বড়, মাঝারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে এই ভয়াবহ জালিয়াতি হয়।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, আইডিয়াল স্কুলের তদন্ত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে জমা পড়েছে। অনেক বড় প্রতিবেদন। এর খুঁটিনাটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।