দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী গতকাল (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহে———–রাজেউন)।
মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যসহ নাতী –নাতনী ও অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রখে গেছেন। আজ (০৮ নভেম্বর) বাদ জোহর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সরখাল গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক ড. গোলাম মওলা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যামনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অধ্যাপক গোলাম মাওলা চৌধুরী ১৯৪৪ মালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সরখাল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্টিক, ১৯৬২ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে আইএসসি এবং ১৯৬৫ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে সম্মান এবং ১৯৬৬ সালে একই ভিভাগ থেকে এম এসসি ডিগ্রী লাভ করেন। সরকারি বৃত্তি নিয়ে ১৯৭৪ সালে ইংল্যন্ডের সাউদাম্পটন বিশ^বিদ্যালয় থেকে পিএউচডি ডিগ্রী লাভ করেন। পেশাগত জীবনে তিনি চ্টটগ্রাম বিশ^বিদ্যালয় ও রাজশাহী বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ২০০৭ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসরগ্রহণের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রনিক ও টেলিকমিউনিকেশন বিভাগে (বর্তমান ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) অধ্যাপক হিসেবে যোগদান করেন। অধ্যাপনা ছাড়াও ২০১২ সাল থেকে বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২১ ্টওে ফেব্রæয়ারি মাস পর্যন্ত এ দায়িত্বে থাকেন। বিভিন্ন দেশী বিদেশী জার্নালে এবং সম্মেলনে তার ৫০ টির উপর গবেষণাপত্র প্রকাশ হয়েছে। এছাড়াও অনার্স ও মাস্টার্স শ্যেণীর জন্য দুটি টেক্সট বই প্রকাশ করেন।