Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

এশিয়ায় রেকর্ড এলএনজি আমদানি

০৮ জানুয়ারি, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ
এশিয়ায় রেকর্ড এলএনজি আমদানি

ডিসেম্বরে এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি রেকর্ড সর্বোচ্চে বেড়েছে। আমদানি বাড়া সত্ত্বেও স্পট মার্কেটে জ্বালানিটির দাম নিম্নমুখী। অন্যদিকে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি সর্বকালের সর্বোচ্চে উঠেছে। শীর্ষস্থানীয় রফতানিকারক এ দেশ দুটি থেকে সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দামে নিম্নমুখী প্রভাব পড়েছে। খবর রয়টার্স।

এ বিষয়ে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ডিসেম্বরে এলএনজি আমদানিতে শীর্ষে ছিল এশিয়া। মাসটিতে এশিয়া দেশগুলোর আমদানি পরিমাণ ছিল ২ কোটি ৬৬ লাখ ১০ হাজার টন, যা আগের মাস নভেম্বরের ২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টনের চেয়ে বেশি। এর আগে সর্বোচ্চ আমদানির রেকর্ড ছিল ২০২২ সালের জানুয়ারির ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার টন। ২০২৩ সালের ডিসেম্বরে সে রেকর্ডও ছাড়িয়ে গেছে।

এশিয়ায় মাসটিতে এলএনজি আমদানির শীর্ষে ছিল চীন। একক দেশ হিসেবে জাপান থেকে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বেশি এলএনজি ক্রয় করেছে দেশটি। ডিসেম্বরে চীনের আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৮২ লাখ ২০ হাজার টনে, যা নভেম্বরের ৬৯ লাখ ৭০ হাজার টনের চেয়ে বেশি। কেপলারের মতে, এটা ২০২১ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

এশিয়ার আরেক বৃহৎ আমদানিকারক হচ্ছে জাপান। দেশটি ডিসেম্বরে ৬৭ লাখ ৮০ হাজার টন এলএনজি আমদানি করেছে, যা নভেম্বরের ৫৪ লাখ টনের চেয়ে বেশি এবং গত বছরের জানুয়ারির পর সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়া ডিসেম্বরে ৫১ লাখ টন এলএনজি আমদানি করেছে, যা নভেম্বরের ৪১ লাখ ৯০ হাজার টনের বেশি এবং ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এদিকে এলএনজির চাহিদা বাড়লেও জ্বালানিটির দাম কমেছে। ২৯ ডিসেম্বর এলএনজির সাপ্তাহিক স্পট ইনডেক্স ১১ দশমিক ৯০ ডলার থেকে কিছুটা কমে ১১ দশমিক ৭০ ডলার এমএমবিটিইউতে নেমেছে। গত বছরের আগস্টের পর এটিই জ্বালানিটির সর্বনিম্ন মূল্য সূচক।

এনজে

শেয়ার