বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সদস্যদের ১২তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শহিদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। শহিদ সেনাসদস্যদের সম্মানে তারা স্যালুট দেন।
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামসহ অনেকেই শহিদদের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা শহিদ সেনাসদস্যদের সম্মানে স্যালুট দেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়।