Top

ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা

০১ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ) স্থানীয় সময় ভোরে এ হামলা চালায় মার্কিন-ব্রিটিশ সামুদ্রিক জোট।

হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহের উত্তরে আল-জাবানাহ এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বুধবার (৩১ জানুয়ারি) গভীর রাতে হুতি নিয়ন্ত্রিত ওই এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

হুতিরা ঘোষণা করেছে, তারা বুধবার (৩১ জানুয়ারি) রাতে এডেন উপসাগরে একটি মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা সরাসরি জাহাজটিকে আঘাত করেছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত কয়েক মাস ধরে ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় চলতি মাসের শুরুর দিকে হুতিদের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বুধবার (৩১ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে মার্কিন-ব্রিটিশ অব্যাহত হামলা মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন। হুতি এলাকাগুলোকে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত মার্কিন এবং ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ ও যুদ্ধজাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত জাহাজের ওপর আক্রমণ অব্যাহত থাকবে।

লোহিত সাগরে অবস্থানরত মার্কিন-ব্রিটিশ সামুদ্রিক জোট বলছে, ইয়েমেনে তাদের হামলার লক্ষ্য হুতিদের সামরিক সক্ষমতা হ্রাস করা। বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের আক্রমণ চালিয়ে যাওয়া থেকে তাদের বাধা দেওয়া।

২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী সানা এবং কৌশলগত লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহসহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ হুতি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে।

গত মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।

বিএইচ

শেয়ার