আধিপত্য বিস্তার নিয়ে আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে দেশীয় অস্ত্র, ইটপাটকেল, রড, হাতুড়ি নিয়ে ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল ও শাহ আমানত হলের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সবশেষ খবর পাওয়া পর্যন্ত এই সংঘর্ষে দুজন পুলিশসহ ছাত্রলীগের ১৩ জন কর্মী আহত হয়েছেন।
চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, সংঘর্ষ শুরু থেকেই আমরা ঘটনাস্থলে রয়েছি। আমরা উভয় পক্ষ কে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। এমনকি হলেও ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ আগে আরেক হল (রব) থেকে একটি গ্রুপ এসে মারামারি তে যোগ দেয় এবং আবারও সংঘর্ষ শুরু হয়।
তিনি বলেন, আমরা অতিরিক্ত পুলিশের জন্য এসপিকে বলেছি। পুলিশ আসলে আমরা আবার নিয়ন্ত্রণের চেষ্টা করবো। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি টিয়ার শেল গ্যাস নিক্ষেপের জন্য। তবে শিক্ষার্থীরা ছড়িয়ে থাকায় তারা রাজি হননি।
বিএইচ