Top

ফরিদপুরে মাশরুম চাষ সম্প্রসারণ-দারিদ্র হ্রাসকরণে উদ্যোক্তা ও কৃষি কর্মকর্তাদের কর্মশালা

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
ফরিদপুরে মাশরুম চাষ সম্প্রসারণ-দারিদ্র হ্রাসকরণে উদ্যোক্তা ও কৃষি কর্মকর্তাদের কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি

মাশরুম চাষ বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণের প্রকল্পের আওতায় ফরিদপুরে আঞ্চলিক মাশরুম চাষী ও কৃষি কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার অডিটোরিয়ামের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ হারুণ-অর-রশিদ এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, মাশরুম একটি পুষ্টি গুন সম্পু্ন্ন খাবার। নানাবিধ উপায়ে মাশরুম খাদ্যবসে আনার পরামর্শসহ নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে কাজ করতে হবে। এছাড়াও দেশে মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নযন, দারিদ্র হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারনে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনা চেষ্টা সফল করতে মাশরুম চাষের মুল লক্ষ্য।

উন্নত প্রশিক্ষন গ্রহন, স্বল্পমূল্যে স্পন পেতে পারে, উৎপাদিত মাশরুম বিক্রির সুযোগ বাড়ানো সে বিষয়ে সহযোগিতা চায় মাশরুম চাষীরা।

এসময় গোপালগঞ্জ, মাদারিপুর, শরীয়তপুর, রাজবাড়ি ও ফরিদপুরের জেলার কৃষি কর্মকর্তা ও উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।

শেয়ার