Top

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ১০দিনের কর্মসূচি

২৭ মে, ২০২০ ৯:৩৩ পূর্বাহ্ণ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ১০দিনের কর্মসূচি

কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় পতাকা ও কলাপাতা কালো পতাকা উত্তোলন সকাল ১১ টায় শেরেবাংলা’ জিয়াউর রহমানের মাজারে স্থায়ী কমিটির সদস্য পুষ্পস্তবক অর্পণ । ‌বিকাল ৩:৩০ মিনিটে সামাজিক গণমাধ্যমে ভাচুয়্যাল আলোচনা।‌ অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য ও বুদ্ধিজীবীরা।

এছাড়া জিয়াউর রহমানের অর্থনীতি, রাজনীতি-সমাজনীতি সহ সমাজের যে সকল বিষয়ে অবদান সবচেয়ে বেশি সেই বিষয়গুলোকে নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা সভা করা হবে। আগামী ১০ জুন পর্যন্ত এটা চলবে।

যেসব বিষয় নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে, স্বাধীনতা যুদ্ধ ও শহীদ জিয়া, গণতন্ত্র বাংলাদেশী জাতীয়তাবাদ ও বিএনপি, শহীদ জিয়া উৎপাদন ও উন্নয়নের রাজনীতি, শনিবার বাংলাদেশ ও অর্থনৈতিক সংস্কার, শহীদ জিয়ার কৃষি বিপ্লব, নারী ক্ষমতায়ন ও শিশু কল্যাণ, কর্মসংস্থান ও শ্রমিক কল্যাণ, শিক্ষা ও গণশিক্ষা, পল্লী বিদ্যুৎ ও খনিজ সম্পদ উন্নয়ন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। শহীদ জিয়ার বিদেশনীতি, যুব উন্নয়ন। তারিখগুলো পরবর্তীতে জানানো হবে।

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিবাদ ধাকা মহানগরীতে দুস্থ ও গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে কিন্তু পরিস্থিতির কারণে কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। ‌এই সময় প্রস্তুত খাদ্য পরিবেশন না করে দুস্থ ও গরিব মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করবে। এক্ষেত্রে বিএনপি নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ ও উত্তর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবেন। ‌ মির্জা ফখরুল বলেন কোনভাবেই গণজমায়েত করা যাবে না।

বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

শেয়ার