Top
সর্বশেষ

লালমনিরহাটে পাথরবাহী ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ
লালমনিরহাটে পাথরবাহী ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাথরবাহী একটি ট্রাকের ধাক্কায় আলুবাহী ট্রলি উল্টে চালক ফরিদুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালক ফরিদুল ইসলাম (৩০) হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার বাসিন্দা।

আদিতমারী থানার ওসি মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, রাত ১১টার দিকে আলু বোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাটের একটি কোল্ড স্টোরেজে যাচ্ছিলেন ফরিদুল। পথে সাপ্টিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক ট্রলিকে ধাক্কা দেয়। পরে ট্রলিটি উল্টে গেলে চালক ফরিদুল ঘটনাস্থলেই মারা যান।

এসময় ওই ট্রলিতে থাকা হেল্পারও গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সাপ্টিবাড়ি বাজার এলাকায় ট্রলিকে ধাক্কা দেওয়া ট্রাকটি কৌশলে পালিয়ে গেছে।

বিএইচ

শেয়ার