শ্রুতিকটু এবং নেতিবাচক ভাবার্থ থাকা সারাদেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়গুলোর নতুন নামকরণ দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ ও জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহীর তানোরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল ‘নটীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নাটোর সদরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল ‘বলদখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বপ্নসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকলন ও বিদ্যমান নাম পরিবহণ নীতিমালা- ২০২৩ এর নীতি ৪(ক) ও ৫ অনুযায়ী এমন ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন…
এম জি