Top
সর্বশেষ

হাইড্রোলিক হর্ন জব্দের পর ধ্বংস করলো পাবনা পরিবেশ অধিদপ্তর

০৫ এপ্রিল, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
হাইড্রোলিক হর্ন জব্দের পর ধ্বংস করলো পাবনা পরিবেশ অধিদপ্তর
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এসময় মানমাত্রার অতরিক্ত শব্দ সৃষ্টি করায় ২টি পরিবহনের চালককে জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। এসময় অন্যান্য পরিবহনের চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে পাবনা শহরের মেরিল বাইপাস মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম। এসময় প্রসিকিউশন প্রদান করেন অত্র কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মমিন।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান,শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও মোবাইল কোর্টে জেলা পুলিশ পাবনার একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এসক

শেয়ার