সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৯৪ বারে ৫ লাখ ৪৩ হাজার ৯৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। ফান্ডটি ৮০৮ বারে ৬২ লাখ ৮৯ হাজার ৫২১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৩২ বারে ৪৪ লাখ ৫ হাজার ১২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, পাওয়ার গ্রীড কোম্পানি এবং কেএন্ডকিউ (বাংলাদেশ) লিমিটেড।
এসকেএস