বাংলাদেশে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মান নিউজ এজেন্সির নজরুল ইসলাম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরোপ্রধান জুলহাস আলম।
শুক্রবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সাধারণ সভার পর দুই বছর মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাদির কল্লোল।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন-সহসভাপতি শফিকুল আলম (এএফপি), যুগ্ম সম্পাদক নাইম-উল-করিম (সিনহুয়া), কোষাধ্যক্ষ পুলক ঘটক (বেনার নিউজ)। এ ছাড়া সংগঠনের জ্যেষ্ঠ সদস্য হারুন হাবীব, ফরিদ হোসেন, রফিকুর রহমান, পারভীন এফ চৌধুরী, মীর সাব্বির ও কামরান রেজা চৌধুরী নতুন কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার ও কাদির কল্লোল।
এর আগে সাধারণ সভায় সংগঠনের সংবিধানের কিছু সংশোধনী প্রস্তাব ও অন্যান্য সাংগঠনিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভার শুরুতে ওকাবের প্রয়াত সদস্যদের জন্য শোক প্রকাশ প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এম জি