প্রচন্ড তাপ প্রবাহে জয়পুরহাটে জনজীবন দূর্বিসহ হয়ে পড়েছে। জয়পুরহাটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করছে। অতিরিক্ত তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন মজুর ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষ ডাবের পানিসহ বিভিন্ন কেমল পানীয় পান করে তৃষ্ণা নিবারন করছে। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য সেলাই-পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হিট স্ট্রোকে মারা যাচ্ছে গবাদিপশু। এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা।
এদিকে, বৃষ্টির জন্য ওলামা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। নামাজে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে খতিব মাওলানা শরিফ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ অন্যরা। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করছে স্থানীয়রা।
এসকে