রাজধানী পুরান ঢাকার নবাবপুরে বিভিন্ন ব্রান্ডের নকল বৈদ্যুতিক তার ও ইলেকট্রিক পণ্য উৎপাদনের অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানের ৬ জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ৫৫ লাখ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জানান, নকল বৈদ্যুতিক তার ও ইলেকট্রিক পণ্য উৎপাদনের অপরাধে তাদের জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া ৬ ফ্যাক্টরি ও দুই গোডাউন সিলগালা করা হয়েছে।
এ বিষয়ে রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে র্যাব।