বিদায়ী এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জেগেছে। পরিপ্রেক্ষিতে রোববার (৫ মে) উপসাগরীয় পুঁজিবাজার চাঙা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য মাসে মার্কিন মুলুকে বেকারত্বের হার বেড়েছে। তবে কর্মীদের মজুরি প্রবৃদ্ধি মন্থর রয়েছে। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছেন, চলতি বছরই সুদের হার কমাবে ফেড।
এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে কাতারি বেঞ্চমার্ক সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। এই বাজারের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি লেনদেন বৃদ্ধি পেয়েছে।
উপসাগরীয় অঞ্চলের বৃহৎ ঋণদাতা কাতার ন্যাশনাল ব্যাংকের শেয়ারে মূল্য বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। ইন্ডাস্ট্রিজ কাতারের স্টক ভ্যালু বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ।
সৌদি আরবের বেঞ্চমার্ক সূচক ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। এ নিয়ে টানা দুই কর্মদিবসে তা ঊধ্র্বমুখী হলো। অর্থ, শিল্প, ভোক্তা ও জ্বালানি খাতে মুনাফা বেড়েছে। ফলে এই ঊধ্বমুখিতা তৈরি হয়েছে।
বিশ্বের বৃহৎ ইসলামিক ঋণদাতা আল রাজহি ব্যাংক এবং সৌদির বৃহত্তম ঋণদাতা সৌদি ন্যাশনাল ব্যাংকের শেয়ারের মূল্য বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৫ শতাংশ করে। এছাড়া থোব আল আসিলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫ শতাংশ।
সবমিলিয়ে সৌদি আরাবিয়া সূচক শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১২৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। কুয়েত সূচক আরাবিয়ার সমান বেড়ে ৭৬৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। কাতার সূচক শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৬৯০ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া বাহরাইন সূচক শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ২০৩১ পয়েন্টে স্থির হয়েছে। আর ওমান সূচক শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৮০৫ পয়েন্টে নিষ্পত্তি হয়েছে। তবে এদিন মিশরের স্টক মার্কেট বন্ধ ছিল।