জুলাই এর মধ্যে চার কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়া অন্য দেশ থেকেও টিকা আনার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, আমাদের যে পরিকল্পনা তাতে আগামী জুন-জুলাই পর্যন্ত ৪ কোটি ডোজ ভ্যাকসিন বিভিন্ন সময়ে আসবে।
বুধবার (০৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিটিং শেষে ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান। এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশবাসী সকলে সন্তুষ্ট, সাংবাদিক ভাইয়েরা সন্তুষ্ট, আমাদের প্রধানমন্ত্রীও সন্তুষ্ট।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরও কমানো হবে যদি আরও ভ্যাকসিন আনা সম্ভব হয়। তখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হবে।