এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ফ্ল্যাট দুটো ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে রাজধানীর কাকরাইল ও মহাখালীতে অবস্থিত ফ্ল্যাট দুটো ক্রোকের নির্দেশ দেয় আদালত।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, সম্রাটের স্বার্থসংশ্লিষ্ট দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। মহাখালীর ফ্ল্যাটটি সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীর নামে, আর কাকরাইলের ফ্ল্যাটটি সম্রাটের ভাই এবং আরেক ব্যক্তির মালিকানাধীন। এর আগে সম্রাটের নামে থাকা তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর বাইরে সম্রাটের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব নেয়া হচ্ছে।
গত বছরের ১২ নভেম্বর সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।