Top

জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কুইক রেসপন্স টিম গঠন

১১ মে, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ
জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কুইক রেসপন্স টিম গঠন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার জলাবদ্ধতা নিরসনে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। শনিবার (১১ মে) রাজধানীর গুলশান-২ নগর ভবনের সামনে ডিএনসিসির বিভিন্ন এলাকার খাল থেকে উদ্ধার করা বর্জ্য প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম বলেন, সামনে বর্ষা মৌসুম। এখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই বৃষ্টির পানি যাতে কোথাও জমে না থাকে বা জলাবদ্ধতা না হয়, সে জন্য ডিএনসিসির ১০টি প্রশাসনিক অঞ্চলে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কোথাও বৃষ্টি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরবাসী ১৬১০৬ হটলাইনে যোগাযোগ করবেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম পৌঁছে যাবে।

খালে বর্জ্য ফেলা নিয়ে মেয়র বলেন, আগে বৃষ্টি হলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হতো। সেটা অনেকাংশে সমাধান হয়েছে। এখন অল্প এলাকায় জলাবদ্ধতা হয়। এটা ড্রেনে ময়লা জমে থাকার কারনে হয়। এখন থেকে খাল ও ড্রেনে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএইচ

শেয়ার